
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রবিবার (৫ জুন) কেন্দ্রীয় মিলনায়তনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীগণ শিক্ষা, উন্নয়ন এবং সুশাসনে আরও অধিক মনোযোগী হতে পারবেন। প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য বলেন, শুদ্ধাচার কৌশল প্রাতিষ্ঠানিক কাজের প্রক্রিয়া আমূল বদলে দিচ্ছে। উপাচার্য আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মশালা সেবার লক্ষ্য, ধরণ ও মান সম্পর্কে জানতে ভূমিকা রাখবে।
আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের মহাব্যবস্থাপক (যানবাহন) জনাব শাকিল মেরাজ।
দিনব্যাপী ট্রেনিং এ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho