সাতক্ষীরার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কোপা মাসুদকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
কোপা মাসুদ… নাশকতা, মাদক, জমি দখল, ভাংচুর, হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ ২৩ মামলার পলাতক আসামি।
রবিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ‘কোপা মাসুদ’ ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাখুলা গ্রামের তাইজেল হোসেনের ছেলে, আর রিপন হোসেন একই এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে।
এব্যাপারে সাতক্ষীরার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, দীর্ঘদিন পলাতক থাকা একাধিক মামলার আসামি ‘কোপা মাসুদ’ ও তার এক সহযোগীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। ‘কোপা মাসুদ’ সাতক্ষীরার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় নাশকতা, মাদক, জমি দখল, ভাংচুর, হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।