
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার ৩৭ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত থেমে থেমে ডিপোর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। কনটেইনারের বিভিন্ন অংশে জ্বলছে আগুন। ধোঁয়ার কুণ্ডলী এখনো দূর থেকে চোখে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনীর সদস্যরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন বলেন, সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আপাতত তিনটি ইউনিট কাজ করছে। প্রয়োজন হলে আরো ইউনিট যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে তীব্রতা কমেছে। আশা করছি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
এর আগে শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho