Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ৬ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুন্ড বিস্ফোরণ: উল্লাপাড়ার ফায়ার সার্ভিস কর্মী শফিউল নিখোঁজ, ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২) প্রায় দেড় বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজ শফিউল ইসলাম উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের আবদুল মান্নান এর ছেলে। জানা যায়, সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন সদস্যদের সাথে শফিউল ইসলাম অংশ নেন। উল্লাপাড়ার নিখোঁজ শফিউল ইসলামের পিতা আব্দুল মান্নান ও পরিবারের অন্যরা এ ঘটনা শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুন্ডে শফিউল ইসলামকে খোঁজার জন্য অবস্থান করছে।
আজ সোমবার (৬ জুন) বেলা এগারোটায় নাগরৌহা গ্রামে শফিউল ইসলামের বাড়ীতে গিয়ে দেখা গেছে তার মা শাহনাজ পারভীন অচেতন অবস্থায় আছেন ৷ এছাড়া অন্যরা কান্নাকাটি করছেন ৷ নিখোঁজ শফিউল ইসলামের স্ত্রী প্রায় পাঁচ মাসের অন্তঃস্বস্তা ( গর্ভবতী ) আখি ইসলাম একেবারে হতবাক হয়ে বসে আছেন ৷ জানা গেছে পরিবারের দু’সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ৷ তার পিতা আব্দুল মান্নান একজন শ্রমিক ৷ গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার গ্রামের বাড়ীতে খোঁজ খবর নিয়ে আসা হয়েছে ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।