শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উল্লাপাড়ার নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের সন্ধান না পাওয়ায় হতবাক অন্তঃসত্ত্বা স্ত্রী

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান ফায়ার ফাইটার শফিউল ইসলাম সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন। আপন ছোট ভাই আব্দুল মামুন সীতাকুন্ডে গিয়ে এখন বড় ভাই শফিউল ইসলামের খোঁজ করছেন ৷ গরীব ঘরের শফিউল ইসলামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী একেবারে হতবাক হয়ে গেছেন ৷ উল্লাপাড়া উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের শফিউল ইসলাম (২২) প্রায় দেড় বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে । নিখোঁজ শফিউল ইসলাম নাগরৌহা গ্রামের আবদুল মান্নান এর ছেলে। জানা যায়, সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন সদস্যদের সাথে শফিউল ইসলাম অংশ নেন।
উল্লাপাড়ার নিখোজ শফিউল ইসলামের পিতা আব্দুল মান্নান ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার দেখা করে আজ সোমবার বিকেলে বাড়ী ফিরে এসছেন ৷ এদিকে পরিবারের অন্যরা এ ঘটনা শোনার পর চট্টগ্রাম ও সীতাকুন্ড শফিউল ইসলামকে খোজার জন্য গেছেন ৷
সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামে শফিউল ইসলামের সরেজমিনে বাড়ীতে গিয়ে দেখা গেছে তার মা শাহনাজ পারভীন আহাজারি করছেন ৷ সেখানে পরিবারের অন্যরা কান্নাকাটি করছেন ৷ বিভিন্ন এলাকা থেকে স্বজনেরা আসছেল ৷ উপজেলার বেতকান্দী গ্রামে শফিউল ইসলাম বিয়ে করেছেন ৷ তার স্ত্রী আখি ইসলাম প্রায় পাচ মাসের অন্তঃস্বস্তা বলে পরিবার থেকে জানানো হয় ৷ স্বামীর নিখোজ ঘটনায় আখি ইসলাম একেবারে হতবাক হয়ে গেছেন ৷ কোনো কিছু জিজ্ঞাসা করলে নীরব থাকছে ৷ তার নীরব কান্না উপস্থিত অন্যদেরকেও কাদাচ্ছে ৷ গরীব পরিবারের দু’সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ৷ তার পিতা আব্দুল মান্নান একজন শ্রমিক ৷ গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। নিখোজ শফিউল ইসলামের আরেক ভাই আব্দুল মান্নান গতকাল রবিবার বিকেলে ভাইয়ের খোজে সীতাকুন্ডে গেছেন ৷ সেখানে গিয়ে ভাইয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন ৷
আজ সোমবার বিকেলে প্রতিবেদককে ছোট ভাই আব্দুল মামুন জানান তারা সীতাকুন্ডে রয়েছেন ৷ নিখোঁজ শফিউল ইসলামের কোনো হদিস পাননি ৷
আজ সোমবার বিকেলে নিখোঁজ শফিউল ইসলামের গ্রামের বাড়ী নাগরৌহায় ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন এসে পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন৷

পায়ুপথে ৭০ লাখ টাকার স্বর্ণ, পাচারকারী আটক

উল্লাপাড়ার নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের সন্ধান না পাওয়ায় হতবাক অন্তঃসত্ত্বা স্ত্রী

প্রকাশের সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান ফায়ার ফাইটার শফিউল ইসলাম সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন। আপন ছোট ভাই আব্দুল মামুন সীতাকুন্ডে গিয়ে এখন বড় ভাই শফিউল ইসলামের খোঁজ করছেন ৷ গরীব ঘরের শফিউল ইসলামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী একেবারে হতবাক হয়ে গেছেন ৷ উল্লাপাড়া উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের শফিউল ইসলাম (২২) প্রায় দেড় বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে । নিখোঁজ শফিউল ইসলাম নাগরৌহা গ্রামের আবদুল মান্নান এর ছেলে। জানা যায়, সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন সদস্যদের সাথে শফিউল ইসলাম অংশ নেন।
উল্লাপাড়ার নিখোজ শফিউল ইসলামের পিতা আব্দুল মান্নান ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার দেখা করে আজ সোমবার বিকেলে বাড়ী ফিরে এসছেন ৷ এদিকে পরিবারের অন্যরা এ ঘটনা শোনার পর চট্টগ্রাম ও সীতাকুন্ড শফিউল ইসলামকে খোজার জন্য গেছেন ৷
সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামে শফিউল ইসলামের সরেজমিনে বাড়ীতে গিয়ে দেখা গেছে তার মা শাহনাজ পারভীন আহাজারি করছেন ৷ সেখানে পরিবারের অন্যরা কান্নাকাটি করছেন ৷ বিভিন্ন এলাকা থেকে স্বজনেরা আসছেল ৷ উপজেলার বেতকান্দী গ্রামে শফিউল ইসলাম বিয়ে করেছেন ৷ তার স্ত্রী আখি ইসলাম প্রায় পাচ মাসের অন্তঃস্বস্তা বলে পরিবার থেকে জানানো হয় ৷ স্বামীর নিখোজ ঘটনায় আখি ইসলাম একেবারে হতবাক হয়ে গেছেন ৷ কোনো কিছু জিজ্ঞাসা করলে নীরব থাকছে ৷ তার নীরব কান্না উপস্থিত অন্যদেরকেও কাদাচ্ছে ৷ গরীব পরিবারের দু’সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ৷ তার পিতা আব্দুল মান্নান একজন শ্রমিক ৷ গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। নিখোজ শফিউল ইসলামের আরেক ভাই আব্দুল মান্নান গতকাল রবিবার বিকেলে ভাইয়ের খোজে সীতাকুন্ডে গেছেন ৷ সেখানে গিয়ে ভাইয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন ৷
আজ সোমবার বিকেলে প্রতিবেদককে ছোট ভাই আব্দুল মামুন জানান তারা সীতাকুন্ডে রয়েছেন ৷ নিখোঁজ শফিউল ইসলামের কোনো হদিস পাননি ৷
আজ সোমবার বিকেলে নিখোঁজ শফিউল ইসলামের গ্রামের বাড়ী নাগরৌহায় ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন এসে পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন৷