বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খায়রুজ্জামান নান্টু (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) ভোরে বাগেরহাট শহরের হাড়ীখালী বটতলায় তার ভাড়া বাসায় বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে অসাবধানতা বসতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।ওই সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের সন্মতিতে ময়না তদন্ত ছাড়া যোহর নামাজ বাদ বাগেরহাট সরুই কবরস্হানে তাকে দাফন করা হয়েছে।
সদর উপজেলার গোপালকাঠী গ্রামের মোঃ আবু সাইদ এর ছেলে নিহত খায়রুজ্জামান নান্টু পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন। বাবা,মা,স্ত্রী ও নাবালিকা দুটি মেয়ে রয়েছে তার। তার আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।