প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২২, ৫:১০ পি.এম
বাগেরহাটে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ৪০ ভূমির মালিককে ৫ কোটি ৬২ লাখ টাকার চেক হস্থান্তর

বাগেরহাট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতাধীন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ৪০ জন ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের হাতে এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এবং ক্ষতিগ্রস্থ ভূমির মালিকগণ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা কোনো প্রকার হয়রানি ছাড়া এই চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসক এসময়ে জানান প্রকৃত ভূমির মালিকগণ সঠিক কাগজপত্র সহ তাদের ক্ষতিপূরনের টাকা নিয়ে যাবেন। যদি আমার কোনো কর্মকর্তা কর্মচারী আপনাদের সহযোগীতা না করে সরাসরি আমাকে অভিযোগ দিবেন এবং দালালদের মাধ্যমে এই বিষয়ে কোনো কাজ করতে গিয়ে কোনো হয়রানির শিকার হলে তার দায়ভার জেলা প্রশাসন নিবে না।তাই দালালদের থেকে সতর্ক থাকবেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বাগেরহাট জেলায় চলমান উন্নয়ন প্রকল্প খানজাহান বিমান বন্দর, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ, মোংলা বন্দর ড্রেজিং, শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারে বেড়িবাধ নির্মাণ ও ৩৫/৩ উপকূলীয় বেড়িবাধ নির্মাণে অধিগ্রহণ কৃত ৪০ জন ভূমির মালিককে মোট ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৮৫১ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho