প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ১২:৩২ এ.এম
সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিলেন মাছ বিক্রেতা, থানায় জিডি

দৈনিক আমার সংবাদের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়াকে পথ রোধ করে হত্যার হুমকি দেন একই উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়ার মাছ বিক্রেতা সাইদুর অরফে ভাটিয়া। বুধবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৯টায় কাকিনা জেলে পাড়া মোড় (সাইদুর ভাটিয়ার বাড়ীর সামনে) লালমনিরহাট-বুড়িমারী সড়কে তুই কে রে। আমার বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ করিস। সাবধানে থাকিস তোর অবস্থা খারাপ করে ফেলবো এরপর অকথ্য ভাষায় .....গালিগালাজ করে এ হুমকি দেয়। ঘটনায় বুধবার বেলা ৪টা ২০ মিনিটে (৮ জুন) কালীগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়রী) করেছেন সাংবাদিক সাজু মিয়া। জিডি নং-কালীগঞ্জ থানা/৩১৭ । বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন,বিষয়টি জেনেছি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাংবাদিক সাজু বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে টোল আদায় সম্পর্কে কথা হওয়ার কিছুক্ষণ পরই কাকিনা ভৈরব বাজারের ইজারাদার সাইদুর ভাটিয়া আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সাজু মিয়া আরো বলেন,তথ্য সংগ্রহের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাইতেই পারি। এটাতো আমার অপরাধ না, কিন্তু এ জন্য একজন মাছ ব্যবসায়ী আমাকে হত্যার হুমকি দিতে পারে না। আমি এ ঘটনায় আমার জীবন নিয়ে চরম শংকিত আছি। ঘটনা সম্পর্কে সাইদুর ভাটিয়ার সঙ্গে তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন,বিষয়টি জেনেছি। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho