পুলিশের সেবা জনগনে দোরগোরায় পৌছে দিতে এবং যে কোন প্রয়োজনে সবসময় পুলিশ জনগনের পাশে আছে বলে জানিয়েছেন পাবনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মহিবুল ইসলাম খান। উক্ত বিট পুলিশং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, ভালো মানুষ হতে হলে বেশি করে ভালো ভালো বই পরতে হবে।
আজ ৮ই জুন বুধবার পাবনা আমিনপুর থানার রতনগঞ্জ হাই স্কুল মাঠে আয়োজিত বিট পুলিশং সভায় আরও উপস্থিত ছিলেন, আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী, আমিনপুর সুজানগর সার্কেল অফিসার জনাব মোঃ রবিউল ইসলাম, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রতনগঞ্জ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনপুর থানার ওসি তদন্ত তানভীর আহমেদ সবুজ।
বিট পুলিশিং সেবা অব্যাহত থাকলে থানা এলাকায় অপরাধের প্রবনতা কমে আসবে বলে মনে করেন এলাকার সচেতন মানুষ ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।