Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৯ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

মালিককে বাঁচাতে বুলেটের সামনে কুকুর, পরে হাসপাতালে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
জুন ৯, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুকুর এমন এক অনুগত প্রাণি। যেকোনো ক্ষতিকর পরিস্থিতিতেও মালিককে ছাড়তে চায় না প্রাণিটি। মালিকের বিপদে ঝুঁকি নিতে থাকে সদা প্রস্তুত। ধরতে পারে জীবনবাজি।

ভারতের উত্তরপ্রদেশে এমনই এক নজির গড়েছে কুকুর। মালিককে বাঁচাতে ম্যাক্স নামের কুকুরটি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়ে। পরে এটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

জানা গেছে, কুকুরটির মালিকের নাম বিশাল শ্রীবাস্তব। নির্মাণ সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রতিবেশী অনিল ভার্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি।

প্রতিবেশী বলেন, নির্মাণ কাজের ফলে আশেপাশের স্কুলে পড়া শিশুদের জন্য বাধা তৈরি করবে।

এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। পরে অনিল বিশালকে লক্ষ্য করে গুলি ছোঁরা শুরু করে। এসময় কুকুরটি অনিলের ওপর হামলা করলে গুলিবিদ্ধ হয়।

এরপর কুকুরটিকে দ্রুত একটি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও এটিকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।