বাগেরহাটের রামপালে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ মোস্তাকিম বিল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
তিনি বাগেরহাটের রামপাল উপজেলার কদমদি গ্রামের হেমায়েত শেখের ছেলে ।
বাগেরহাট পুলিশ মিডিয়া সেল এর পরিদর্শক এস,এম,আশরাফুল আলম জানান, বুধবার (৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে ডিবি পুলিশের একটি অভিযানিক দল রামপাল উপজেলার কদমদি গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র (পাইপ গান) এবং দুই রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।