Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১১ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

পাথার প্রান্তরের সড়ক পথে গড়ে উঠবে দ্রুত ও সহজ যোগাযোগ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ ( স ও জ) বিভাগের বাংলাপাড়া -উধুনিয়া সড়ক নির্মাণ কাজ চলছে ৷ এ সড়ক হয়ে পাথার প্রান্তরের সড়ক পথের দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷

সরেজমিনে জানাযায়.. সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি বেশ উচু করে নির্মাণ করা হচ্ছে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দ প্রায় পচিশ কোটি টাকা বলে জানা গেছে ৷ বন্যার পানির ঢেউয়ের ক্ষয় ক্ষতি থেকে রক্ষায় এক পাশে বøক বসানোর কাজ প্রায় শেষের দিকে ৷ এরই মধ্যে সড়ক পথ হয়ে উধুনিয়া এলাকা থেকে বিভিন্ন বাহন বিভিন্ন এলাকায় চলাচল করছে ৷
উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বসতিদের মধ্যে আবু মুছা , নুর হোসেন বলেন এসড়ক হয়ে তারা দ্রুত ও সহজেই মোহনপুর হয়ে উপজেলা
উসদরে আসা যাওয়া করতে পারবেন ৷ তাদের কথায় বর্ষাকালেও আর উধুনিয়া বাজার থেকে লাহিড়ী মোহনপুর বাজারে নৌকায় যেতে হবে না ৷
উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন সড়ক পথটি হয়ে দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থায় উধুনিয়া বাজারসহ আশে পাশের এলাকায় বেশ উন্নয়ন হবে ৷
বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন বর্ষাকালে পাথার প্রান্তরের সড়কটিতে হয়তো অনেকেই বেড়াতে আসবেন ৷ তিনি সড়কের ধারে গাছ লাগানো ও জনগনের বসার ব্যবস্থা করার ইচ্ছার কথা জানান ৷
উল্লাপাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান উল্লাপাড়া – লাহিড়ী মোহনপুর – ভাংগুড়া এ সড়কের নির্মাণ কাজ চলতি জুন মাসের মধ্যেই শেষ করার জোরালো চেষ্টা চলছে ৷ আন্তঃজেলা সংযোগ এ সড়ক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।