
রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুন) এই সেতুটি চালু হয়। ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে পশ্চিমাদের মোকাবিলায় মস্কো যখন এশিয়ার দিকে ঝুঁকছে তখন এই সেতুটি চালু হলো।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে। এই সেতুর মাধ্যমে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সাথে চীনের উত্তরাঞ্চলীয় শহর হেইহে সংযুক্ত হলো।
দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে এটির উদ্বোধন করা হয়নি।
শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়।
সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার।
শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সম্প্রতি মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পাল্টা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে।
রাশিয়া ও চীনের ৪ হাজার ২৫৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দেশ দুটির বাণিজ্য বেড়েছে। তবে পরিবহন অবকাঠামোর ঘাটতির কারণে বাণিজ্য বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho