Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১১ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
জুন ১১, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরে আজ শনিবার (১১ জুন) সকালে গর্তের পানিতে ডুবে রহমত আলী নামে ১৬ মাস বয়সী এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রহমত আলী যশোর সদর উপজেলার শ্যাম নগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রহমত আলীকে তার মামা তারেক হাসপাতালে ভর্তি করেন। ৯টা ৪৫ মিনিটের দিকে শিশু ওয়ার্ডের চিকিৎসক,যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন তাকে মৃত ঘোষণা করে বলেন,ওয়ার্ডে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে।
 শিশুটির মামা মোঃ তারেক জানিয়েছেন,বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে পানির একটি গর্ত রয়েছে। মা আয়েশা বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিল। আর অবুঝ শিশু রহমত আলী উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে টিউবওয়েলের সামনে গর্তের পানির ভেতর পড়ে রহমত আলী ডুবে যায়। ২০ মিনিটের মত পানিতে ডুবে থাকার পর তার মা আয়েশ বেগম ছেলেকে খোঁজ করতে গিয়ে ডুবন্ত অবস্থায় ওই গর্তের পানির মধ্যে পান। তখন তাকে উদ্ধার করে এনে হাসপাতালে জরুরী বিভাগে আনলে চিকিসক শিশটিকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।