প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৯:২৪ পি.এম
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

বরগুনার তালতলীর ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলালফ রাজী তার নিবার্চনী একটি সভায় নৌকা মার্কা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে
কটুক্তি করে বক্তব্য দেয়। এই কটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাচ্চু মিয়া।
শনিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু মিয়া এক সংবাদ সম্মেলন করেন।
এসময় নৌকা মার্কা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়ার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজীর কটুক্তি মূলক এই বক্তব্য মহুর্তেই সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামীলীগের ভিতরে চলছে সমালোচনার ঝড়। বিচারের দাবি উঠেছে সর্ব মহলের।
নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু মিয়া আরো বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজীকে গ্রেফতার করার দাবী জানাই। তিনি সব সময় নির্বাচনী
আচরনবিধি লংঘন করে চলেছেন তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করছি।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম হাওলাদার, যুগ্ন-সাধারন সম্পাদক ইউসুফ আলী হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান-সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ এবং ৬নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের
নেতাকর্মীরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho