বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহসান আসনু মারা গেছেন। (ইন্না লিল্লাহে…..রাজিউন)।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের বাসিন্দা শামীম আহসান আসনু দীর্ঘদিন ধরে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বারেবার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ইনফেকশনসহ নানাধরণের শারীরিক জটিলতা ভুগছিলেন। সর্বশেষ শুক্রবার বিকেলে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার সকাল ১০টায় সুগন্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাজার হাজার শুভাকাংখী ও দলীয় নেতাকর্মীর উপস্হিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে শামীম আহসান আসনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সহ বাগেরহাটের বিভিন্ন স্হরের রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে প্রিয় চেয়ারম্যানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ইউনিয়নবাসী।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।