জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন খুন।
মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বগাচর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীরা জানান, মজিবরের ছেলে মজনু সকালে তাদের জমিতে গাছ লাগাতে যাওয়া এনিয়ে প্রতিবেশি বদু মিয়া জমিতে গাছ লাগাতে বাধা দিলে কথা কটাকাটি শুরু হয় এক পর্যায়ে বদুমিয়া উত্তেজিত হলে মজিবর ফিরাতে গেলে এসময় বদু মিয়া (৬০) মজিবরকে সজুরে ধাক্কা মারে এতে ঘটনাস্থলেই মারা যান মজিবর।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার (ওসি) তরিকুল ইসলাম জানান… লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।