প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৫:৪১ পি.এম
ইবিতে নোফেল ছাত্রকল্যাণের সভাপতি মেহেদী, সম্পাদক শাকিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘নোফেল ছাত্রকল্যাণ ফোরাম’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মতিন মেহেদী সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফজলুল করীম শাকিল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ১ বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৪ জুন) সংগঠনটির উপদেষ্টা ও সদ্য বিদায়ী সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আ.স.ম ফাহাদ, তামিম আদনান, মাহমুদুল হাসান রাজু, হাসান রাকিব, শাকির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিরা জাহান, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান ফাহিম, অফিস সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসনাত হুসাইন সাজিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত আরা সুমি, সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম, সাহিত্য সম্পাদক সফওয়ান রহমান, শিক্ষা সম্পাদক আহসান হাবিব রানা, ক্রীড়া সম্পাদক তানভীর তৃষান, প্রচার সম্পাদক নীরব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, আইন সম্পাদক দেলোয়ার হোসাইন জাহিদ, পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আল ফায়েদ, প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম সাইফুল।
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অনুষদীয় ডিনের কনফারেন্স রুমে নোফেল ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ, প্রবীণ বিদায় ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক, সাবেক উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রহিম উল্ল্যাহ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন এবং ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি অনি আতিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho