Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ১৫ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

Link Copied!

১২ জুন থেকে ১৫ জুন ২০২২ পর্যন্ত জাতীয় ভিটামিন “এ “প্লাস ক্যাম্পেইন-২০২২ এর অংশ হিসেবে ১৫ ই জুন সকালে বাগেরহাট জেলায় এর শুভ উদ্ভোধন করা হয়েছে। এই  উপলক্ষ্যে বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা  স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,বাগেরহাট সদর মডেল থানা ওসি(তদন্ত) মোঃ মহাসীন হোসেন,যাত্রাপুর ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু। ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ সরোয়ার হোসেন, স্বাস্হ্যকর্মীগন, বাগেরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ,শিশুদের অবিভাবকগণ  এসময়ে উপস্হিত ছিলেন। প্রধান অতিথি জানান এই ভিটামিন ক্যাপসূল প্রাপ্তি সহজ হলেও এটি অনেক মূল্যবান এবং কার্যকরী,তাই কোনো অবস্হাতেই কোনো শিশুই যেনো এই কর্মসূচী থেকে বাদ না পড়ে সেদিকে যথাযথ দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা,স্বাস্হ্য কর্মী,সহ স্হানীয় জনপ্রতিনিধিদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা অবিভাবকদের উদ্যেশ্যে বলেন কোনো প্রকার সংকোচ ভয় না রেখে নির্দিধায় আপনাদের সোনামনিকে এই ক্যাপসূল খাওয়াতে পারেন,এতে আপনার সোনামনির ভবিষ্যতের জন্য একটা বিশাল উপকারী হয়ে কাজ দিবে। জেলা সিভিল সার্জনের তথ্য মতে জেলায় মোট১৮ শত ৫৮ টি কেন্দ্রের মাধ্যমে ২৩১ জন সুপারভাইজার ,৬৯৩ জন স্বাস্হ্যকর্মী, ও ৩ হাজার ৭শত১৬ জন স্বেচ্ছাসেবী এবারের কর্মসূচীতে ৬-১১ মাস বয়সী শিশুকে ২০ হাজার ৭শত ৭৩ জনকে নীল রংএর ক্যাপসূল এবং ১২-৫৯ মাস বয়সী শিশু মোট ১ লাখ ৫৫ হাজার ২ শত৪১ জনকে লাল রংএর ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।