যশোরে পুলিশ গত ১৫ দিনে বিশেষ অভিযান চালিয়ে ১টি ওয়ান স্যুটারগান,২টি পিস্তল,৩ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন,৫ কেজি ২শ’ গ্রাম গাঁজা,৬৬৬পিস ইয়াবা,৩৮ বোতল ফেনসিডিল ও ৫ লিটার তাঁড়ী উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ১২৩জনকে গ্রেপ্তার করেছে।
যশোর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, যশোর কোতয়ালী থানা এলাকায় সকল ধরনের মাদক নির্মূল, উড়ন্ত ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধ, চাকু মারা ঠেকানো সন্ত্রাসী – চাঁদাবাজীসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনে রাখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। গত পনের দিনে অব্যাহত অভিযানে পুলিশ পৃথক ১০- ১২ টি টিম নিয়ে সন্ত্রাস দমনসহ অপরাধীদের সন্ধ্যানে নামে। অভিযান পরিচালনার সময় পুলিশ ১৬জন সাজাপ্রাপ্ত আাসামি,জিআর মামলায় গ্রেফতারভূক্ত ১২৮জন,সিআর ৭৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযানে নিয়মিত মামলার ৩৯ জন আসমিকে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সকল অফিসাররা অভিযানে অংশ গ্রহন করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।