সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বুধবার হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য ( মেন্বার) পদে ২ ভোটের ব্যবধানে মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন ৷ তিনি পেয়েছেন ৬২২ ভোট ৷ তার প্রতিক ছিলো ভ্যান গাড়ী ৷ তার নিকটতম প্রতিদন্ধি টিউবওয়েল প্রতিকের মোঃ আকবর আলী মন্ডল ৬২০ ভোট পেয়েছেন ৷
উপজেলা নির্বাচন অফিস সুত্রে , এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদন্ধি প্রার্থী ছিলেন মোট পাচ জন ৷ অপর তিন প্রার্থী হলেন – আলমগীর হোসেন সরকার , আঃ সেলিম , আতিকুল ইসলাম সবুজ ৷ এদের মধ্যে মোরগ প্রতিকের আলমগীর হোসেন সরকার ৪৫৫ ভোট , তালা প্রতিকের আতিকুল ইসলাম সবুজ ২৬৬ ভোট ও ফুটবল প্রতিকের আঃ সেলিম ৪৬ ভোট পেয়েছেন ৷ মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪৩২ জন ৷ এর মধ্যে ২ হাজার ১৪ জন ভোট দিয়েছেন ৷
উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর দক্ষিণপাড়া গ্রামের বসতি প্রায় ৬৪ বছর বয়সী মোঃ সাইফুল ইসলাম বলেন এর আগে বড়হর ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে তিনবার নির্বাচন করে একবার জিতেছিলেন ৷ এবার দুই ভোটের ব্যবধানে জিতেছেন ৷ তার বিজয়ে নিজেসহ কর্মি সমর্থকেরা খুবই আনন্দিত বলে জানা গেছে ৷
গতকাল বুধবার ১৫ জুন উল্লাপাড়ায় প্রথম বড়হর ইউপি নির্বাচন ইভিএমে হয়েছে ৷