ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম (সেলিম)। মঙ্গলবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর।
দফতর সূত্রে, সদ্য নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা সেলিম সদ্য বিদায়ী কর্মকর্তা মো. রোজদার আলী রূপমের স্থলাভিষিক্ত হয়েছেন। পুনরাদেশ না পাওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মো. আব্দুস সালাম (সেলিম) বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, অশ্লীলতা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমি সংশিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।