Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৮ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

পেট্রাপোল বন্দরে ব্লিচিং পাউডার ও তুলার ট্রাকে আগুন, ভস্মিভূত ট্রাকসহ পণ্য চালান

ইমরান হোসেন আশা, বেনাপোল
জুন ১৮, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আজ শনিবার (১৮ জুন) ভোরে তিনটি ব্লিচিং পাউডার ও তুলার ট্রাকে আগুন লেগে ভস্মিভূত হয়েছে ট্রাকসহ ৩টি পণ্য চালান।
আগুনে পুড়ে যাওয়া পন্যবোঝাই ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অপেক্ষায় দাড়িয়ে ছিল।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, শনিবার ভোর রাতে পেট্রাপোল সেন্ট্রাল টার্মিনালে থাকা ব্লিচিং পাউডারের একটি ট্রাকে বৃস্টির পানি পড়ে আগুন ধরে যায়।
গাড়ীতে ড্রাইভার না থাকায় ট্রাকটি আগুনে পুড়ে যায়। ট্রাকের পাশে থাকা আরো দুটি তুলার ট্রাক আগুনে পুড়ে ভস্মিভূত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দু’ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
বন্দর এখন স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, গতমাসে বেনাপোল বন্দরে একই ভাবে বিøচিং পাউডার বোঝাই ৫টি ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছিল। ব্লিচিং পাউডারের চালান গুলো গুলি যদি খোলা ট্রাকে না এনে কভার ভ্যানে আনা হলে দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

আগুন ধরার সময় টার্মিনালে অনেক পন্যবাহী ট্রাক ছিল। সেগুলি সরিয়ে ফেলা হয় তাৎক্ষনিক।

বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান,রাতে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আমাদের আমদানী কৃত পন্যবাহী ট্রাকে আগুন ধরার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানি কারকদের পন্য ছিল। তবে স্বাভাবিক গতিতে চলছেবেনাপোল বন্দরের কার্যক্রম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।