রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) অভিযানে গাঁজাসহ নাজমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারি গ্রেপ্তার।
নাজমা রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নদীপুর এলাকার মো.এনায়েত মোল্যার স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (১৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে সদর উপজেলার বির নদীপুর এলাকার আহম্মদ মোল্লার বসত বাড়ীতে পূর্বদুয়ারী টিনের ঘরের ভিতর হতে মোসাঃ নাজমা আক্তার(৩৫) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।