
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি। শনিবার (১৮ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করে।
সংগঠনটির সভাপতি এ টি এম এমদাদুল আলমের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান (মুকুট) সহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এ টি এম এমদাদুল আলম বলেন, যাকে অন্য ধর্মের লোকেরা মহামানব হিসেবে শ্রদ্ধা করে, সেই ব্যক্তিকে নিয়ে কিছু মানুষ অবমাননাকর মন্তব্য করে বেড়াচ্ছে। আজ এই প্রতিবাদ সমাবেশ থেকে ভারত সরকারকে অনুরোধ করব পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে অনতিবিলম্বে আপনাদের দেশের ধর্মীয় আইনের আলোকে বিচার করুন। আর যদি আমাদের ধর্মগ্রন্থ দিয়ে বিচার করতে হয় তাহলে ভয়াবহ পর্যায়ে চলে যাবে।
মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এসময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho