Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৮ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

উল্লাপাড়ায় সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষকদের মাঝে সবজি ফসলের আবাদে আগ্রহ বাড়ছে ৷ এরা বিভিন্ন সবজি ফসলের মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ জমিতে পটল আবাদ করছেন ৷ এবারেও কৃষকেরা মাঠগুলোয় বেশী পরিমাণ জমিতে আবাদ করা পটল ফসল তুলে এলাকার আড়ত ও পাইকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ৷
উল্লাপাড়া উপজেলার পাশাপাশি অবস্থানের কয়ড়া ও মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা , চর বর্ধনগাছা , কয়ড়া সড়াতলা , রতনদিয়ার , কয়ড়া হরিষপুর গ্রাম এলাকার আবাদী মাঠে কৃষকেরা পটল ফসল আবাদ করেছেন ৷
উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে গ্রাম পাচটির আবাদী মাঠে প্রায় ত্রিশ হেক্টর পরিমাণ জমিতে পটল ফসলের আবাদ হয়েছে ৷ কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার মাঠে এবারে বেশী পরিমাণ জমিতে পটল ফসলের আবাদ করা হয়েছে ৷
সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায় , সবজি ফসলের আবাদকারী কৃষক সংখ্যা বছর ঘুরতেই বাড়ছে ৷ কৃষকেরা পটল ছাড়াও বিভিন্ন সবজি ফসলের আবাদ করে থাকেন ৷ কয়ড়া ও মোহনপুর ইউনিয়ন এলাকায় এবারে পটল ফসল কেনাবেচায় তিনটি আড়ত খোলা হয়েছে ৷ কৃষকেরা জমি থেকে পটল তুলে আড়তে নিয়ে বিক্রি করেন ৷ প্রতিদিন প্রায় দুইশো মন পটল আড়তগুলোয় কেনাবেচা হয়ে থাকে বলে জানানো হয় ৷ এছাড়া কৃষকদের কেউ কেউ এলাকার হাটগুলোয় নিয়ে পাইকারি বিক্রি করেন বলে জানা গেছে ৷
কয়ড়া সড়াতলা গ্রামের কৃষক আলী আহম্মেদ জানান, বেশ ক’বছর ধরে তিনি পটলের আবাদ করে আসছেন ৷ এবারে ২৩ শতক জমিতে পটলের আবাদ করেছেন ৷ প্রতি সপ্তাহে সাত থেকে সাড়ে সাতমণ পটল তুলে স্থানীয় আড়তে বিক্রি করছেন ৷ পটল ফসলের আবাদ করে তিনি বেশ লাভবান বলে জানান ৷
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন নিরাপদ সবজি ফসলের আবাদে তার বিভাগ থেকে পোকামাকড় দমনের জন্য কীটনাশক ঔষধ ব্যবহার না করা এবং জৈব সার ব্যবহারে পরামর্শ ও উৎসাহ দেওয়া হয় ৷ এছাড়া বিভিন্ন সবজি ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হয় ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।