Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৮ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বন্যা নিয়ে দিনভর সতর্ক করে টিটু চৌধুরী নিজেই মারা গেলেন

ডেস্ক রিপোর্ট
জুন ১৮, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিটু চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বন্যা নিয়ে কয়েক দিন ধরে লোকজনকে সতর্ক করে আসছিলেন এবং বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে অন্যদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।

এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

সিলেটের শাহপরান থানা বিবিসি বাংলাকে জানিয়েছে, শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি জানান, বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর টিটু চৌধুরী বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পানিতে দাঁড়িয়েই তিনি টিভির বৈদ্যুতিক প্লাগ খোলার চেষ্টা করছিলেন।

এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।