সিরিয়ার উত্তরাঞ্চলে সোমবার ভোরে একটি বাসে হামলায় ১৩ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সেনা সদস্য বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি বেসামরিক ট্রানজিট বাসে সন্ত্রাসী হামলায় ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এতে আরও তিন সেনাসদস্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রাক্কা প্রদেশের জাবাল আল-বিশরি অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসলামিক স্টেটের স্লিপার সেল এই অতর্কিত হামলা চালিয়েছে। তারা দেশটির মরুভূমি অঞ্চলে হামলা করে পালিয়ে যায়।
তবে হামলার জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কেউ।
১১ বছরের পুরোনো সংঘাতে সিরিয়া নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছে, সরকারি সৈন্য ও মিত্র যোদ্ধারা সর্বাধিক অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি অংশ তুর্কি-সমর্থিত বিদ্রোহী এবং আরও কট্টরপন্থী গোষ্ঠীর দখলে রয়েছে। এ ছাড়া মার্কিন সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী উত্তর-পূর্ব অঞ্চলকে ধরে রেখেছে।
২০২০ সালের ডিসেম্বরে সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের একটি প্রধান সড়কে বাসে চালানো সবচেয়ে মারাত্মক হামলায় ২৮ জন নিহত হয়েছিল।
সূত্র : রয়টার্স