সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষাকালে প্রকৃতি প্রেমীদেরকে কাছে টানবে বাংলাপাড়া – উধুনিয়া সড়ক ৷ গত ক’দিনে কাছে টানছে ৷ এরই মধ্যে একটু আনন্দ বিনোদনে অনেকেই পাথার প্রান্তরের সড়কটিতে যাচ্ছেন ৷ এবারের বর্ষা মৌসুম থেকেই বাংলাপাড়া – উধুনিয়া সড়ক আনন্দ বিনোদনে ঘুরে বেড়ানোর পছন্দের জায়গা হয়ে উঠার সম্ভাবনা রয়েছে ৷ বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ থেকে জনগনের সুবিধায় একটি উদ্যোগ নেওয়া হয়েছে ৷
বর্ষাকালের শুরুতেই স্বাভাবিক বর্ষাতেই পাশাপাশি অবস্থানের বড় পাঙ্গাসী , উধুনিয়া ও মোহনপুর ইউনিয়নের আবাদী মাঠগুলো পানিতে তলিয়ে যায় ৷ বর্ষা মৌসুমে ইউনিয়ন তিনটির বেশীরভাগ গ্রাম জেগে থাকে ৷ সে সময় দেখে মনে হয় গ্রামগুলো বন্যার পানিতে ভাসছে ৷ বর্ষাকালে পাথার প্রান্তর বলে অনেকেরই কাছে পরিচিত বড় পাঙ্গাসী , উধুনিয়া ইউনিয়ন এলাকায় প্রকৃতিতে আকর্ষণীয় রূপের দেখা মেলে ৷
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত প্রায় সোয়া তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি বেশ উচু করে নির্মাণ করা হচ্ছে ৷ এখন কাজ প্রায় শেষের দিকে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় পচিশ কোটি টাকা বলে জানা গেছে ৷ বন্যার পানির ঢেউয়ে সড়কের ক্ষতি থেকে রক্ষায় এক পাশে বøক বসানোর কাজ প্রায় শেষের দিকে ৷ এখন উধুনিয়া এলাকা থেকে সড়ক পথ হয়ে বিভিন্ন বাহন বিভিন্ন এলাকায় চলাচল করছে ৷
এখন বাংলাপাড়া – উধুনিয়া সড়কের দু’পাশের মাঠগুলোয় এখন বন্যার পানি ৷ এ সড়কে দাড়িয়ে চোখে দেখা মেলে মাঠের বন্যার পানি ৷ বন্যার পানিতে ভরদিন আর রাতে দক্ষিণের ঢেউ বইছে ৷ বইছে বাতাস ৷ বাংলাপাড়া – উধুনিয়া সড়ক সবাইকে এই বর্ষায় এসে ঘুরে বেড়ানোয় কাছে টানছে ৷ গত দু’দিনে শেষ বিকেলে বিভিন্ন এলাকার নানা বয়সী জনতাকে বেড়াতে আসতে দেখা গেছে ৷ এরই মধ্যে বিভিন্ন নামে এলাকাকে পরিচিত করা হচ্ছে ৷
বিল বাংলা পয়েন্টে বেড়াতে এসেছেন জানিয়ে আজমত আলী দম্পতি বলেন সামনের ঈদের বিকেলে প্রকৃতির এমন আকর্ষণীয় রূপ দেখতে আবার আসবেন বলে ইচ্ছার কথা জানান ৷
বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ থেকে বাংলাপাড়া – উধুনিয়া সড়কের ধারে জনগনের বসার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে ৷
বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন বাংলাপাড়া থেকে উধুনিয়া সড়ক বেশ উচু করা হয়েছে ৷ বর্ষাকালে পুরো সড়ক জেগে থাকবে ৷ পাথার প্রান্তরের সড়কটিতে বর্ষাকালে হয়তো অনেকেই একটু আনন্দ বিনোদনে বেড়াতে আসবেন ৷ তিনি বিষয়টি ভেবে জনগনের বসার ব্যবস্থায় ইটের গাঁথুনির ৩০টি পাকা বেঞ্চ নির্মাণ করার কথা জানান ৷ বাংলাপাড়া থেকে উধুনিয়া ব্রীজ পর্যন্ত গতকাল মঙ্গলবার জায়গা চিহ্নিত করা হয়েছে ৷