ময়মনসিংহের-নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের চালু। স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এর পরামর্শক্রমে।
২১ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ, জাইকা প্রতিনিধি, মেডিকেল অফিসার বৃন্দ, সিনিয়র স্টাফ নার্সগণ, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে প্রায় ১৭ লাখ ৩ হাজার ৯১০ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হলো। প্রকল্পটি বাস্তবায়নে নান্দাইল উপজেলা পরিষদ।
এখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। এ অক্সিজেন সিস্টেমে ২ হাজার লিটারের ২১ টি সিলিন্ডার ও জরুরি বিভাগ এবং তিনটি ওয়ার্ডে ১৫ টি আউটলেট স্থাপন করা হয়েছে। একসঙ্গে ১৫ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।