শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কাহালুতে বেহুলার পালা দেখে দর্শকরা মুগ্ধ

মঙ্গলবার (২১ জুন) রাতে কাহালু বাবুর বাড়ি কেন্দ্রীয় মন্দিরে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সারিয়াকান্দি চর গোদাগাড়ী বিজয় নাট্য ক্লাবের পরিবেশনায় বেহুলার পালা মঞ্চায়ন করা হয়। বেহুলার পালা মঞ্চায়নে সহযোগীতায় ছিলো কাহালু থিয়েটার ও কাহালু সোনাতন সংঘ। বাংলার কিংবদন্তি বেহুলা-লক্ষিন্দারের কাহিনী কমবেশী সবারই জানা রয়েছে। তারপরেও নানা প্রতিকুলতায় বাঙ্গালি সংস্কৃতির অদি পালাগুলোর কথা মানুষ ভুলতে বসেছে। সেই কারণে বগুড়া শিল্পকলা একাডেমীর আয়োজনে খুবই সুন্দরভাবে বেহুলার পালাটি উপাস্থাপন করেছেন নাট্যাভিনেতা সাইফুল ইসলাম। পালার গান, বর্ণনা ও অভিনয় ও আবহ সংগীতসহ কলাকুশলিবরা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুগ্ধ করে রাখেন।

বেহুলার পালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু থানার অফিসার মোঃ আমবার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আমরা কজন শিল্পীগোষ্ঠীর আব্দুল মোবিন জিন্না, কাহালু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার।

অনুষ্ঠান পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।

কাহালুতে বেহুলার পালা দেখে দর্শকরা মুগ্ধ

প্রকাশের সময় : ০৬:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

মঙ্গলবার (২১ জুন) রাতে কাহালু বাবুর বাড়ি কেন্দ্রীয় মন্দিরে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সারিয়াকান্দি চর গোদাগাড়ী বিজয় নাট্য ক্লাবের পরিবেশনায় বেহুলার পালা মঞ্চায়ন করা হয়। বেহুলার পালা মঞ্চায়নে সহযোগীতায় ছিলো কাহালু থিয়েটার ও কাহালু সোনাতন সংঘ। বাংলার কিংবদন্তি বেহুলা-লক্ষিন্দারের কাহিনী কমবেশী সবারই জানা রয়েছে। তারপরেও নানা প্রতিকুলতায় বাঙ্গালি সংস্কৃতির অদি পালাগুলোর কথা মানুষ ভুলতে বসেছে। সেই কারণে বগুড়া শিল্পকলা একাডেমীর আয়োজনে খুবই সুন্দরভাবে বেহুলার পালাটি উপাস্থাপন করেছেন নাট্যাভিনেতা সাইফুল ইসলাম। পালার গান, বর্ণনা ও অভিনয় ও আবহ সংগীতসহ কলাকুশলিবরা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুগ্ধ করে রাখেন।

বেহুলার পালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু থানার অফিসার মোঃ আমবার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আমরা কজন শিল্পীগোষ্ঠীর আব্দুল মোবিন জিন্না, কাহালু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার।

অনুষ্ঠান পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।