Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

জোরপূর্বক পুকুরের মাটি কাটার অভিযোগ

বার্তাকন্ঠ
জুন ২৩, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর ( মির্জাপুর)  গ্রামের একটি পুকুর থেকে মালিকের আপত্তি স্বত্বেও প্রভাবশালীদের দ্বারা জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

এব্যপারে ভুক্তভোগী মালিক এবং পুকুর পাড়ের বাসিন্দারা জেলা প্রশাসক বরাবর ১৬/৬/২২ তারিখে একটা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরকারী ওলিয়ার রহমানের লিখিত অভিযোগ পত্রের সুত্রে জানা যায়, ঝিকরগাছা থানাধীন ৫৯ নং মির্জাপুর মৌজায় আর এস ৩৬১ নং খতিয়ানের ১১৫৩ নং দাগে তাদের ২.৪৮ একর পুকুর এবং ১১৫২ দাগে ২.৫১ শতক বাস্তুভিটা আছে। পুকুর পাড়ে বসতবাড়ি থাকায় পুকুর খনন করলে বর্ষাকালে বাড়িঘর ভেঙে বিলীন হওয়ার আশংকায় তারা পুকুর খননের বিপক্ষে। কিন্তু বিবাদী ইউসুফ মোল্লা, আলী হোসেন, আমির হোসেন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সিদ্দিক হোসেন, আব্দুল আজিজ এবং মোহাম্মদ আলী জিন্নাহ  উক্ত জমিতে কোর্টের ১৪৪ এবং ১৪৫ ধারা অবমাননা করে পেশীশক্তির বলে উক্ত পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে স্হানীয় একটি ভাটায় সরবরাহ করছে। পুকরটি বর্তমানে পদ্মপুকুর গ্রামের মৃত ইয়াকুব মোড়লের পুত্র আলমগীর হোসেনের কাছে মাছ চাষের জন্যে লিজ দেওয়া থাকলেও তারা সবাই মিলে পুকুরের মাটি কাটার কাজে লিপ্ত আছে। এব্যপারে ভুক্তভোগীগন স্হানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও বিবাদী গন ক্ষমতাধর হওয়ায় বাদীপক্ষ কোনো সহায়তা পাননি।বিবাদীগন আসন্ন বর্ষাকালে নিজেদের বসতভিটা যেকোনো মুহুর্তে পুকুরে বিলীন হয়ে যাওয়ার আশংকায় দিনাতিপাত করছে। স্হানীয় প্রশাসনের কাছে বিচার না পেয়ে এখন ভুক্তভোগীগন জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভুমি কর্মকর্তা, ঝিকরগাছা, যশোর জেলা পরিবেশ অধিদপ্তর বরাবর পুকুর খনন বন্ধ করার দাবীতে অনুলিপি পেশ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।