Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ২৬ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

উল্লাপাড়ায় পাথার প্রান্তরে বিল বাংলা সড়কে নির্মাণ হচ্ছে বেঞ্চ

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া 
জুন ২৬, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাপাড়া – উধুনিয়া সড়কের ধারে প্রকৃতি প্রেমীদের বসার ব্যবস্থায় পাকা অবকাঠামোয় বেঞ্চ নির্মাণ করা হচ্ছে ৷ পাথার প্রান্তরের সড়কটিতে বেশ উচু করে নির্মাণ করা হয়েছে ৷ এখন বাংলাপাড়া – উধুনিয়া সড়কে বিভিন্ন বাহন চলাচল করছে ৷ এই বর্ষাতেই এ সড়কে দুপুরের পর থেকেই প্রকৃতি প্রেমীরা এখানে বেড়াতে আসছেন ৷ সড়কের দু’ধারের মাঠগুলো ফি বছরের মতো এবারেও বন্যার পানিতে ভরপুর হয়ে আছে ৷
উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাপাড়া – উধুনিয়া সড়কের ধারে ইটের গাঁথুনির ৩০ টি বেঞ্চ নির্মাণ কাজ চলছে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ চার লাখ সাতাশ হাজার চারশো টাকা বলে জানা গেছে ৷
বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন তিনি সড়কটিতে বাংলাপাড়া থেকে উধুনিয়া বড় ব্রীজ পর্যন্ত বর্ষাকালে বেড়াতে আসাদের বসে আরাম আর সময় কাটানোর জন্য ত্রিশটি বেঞ্চ নির্মাণের পরিকল্পনা করে এখন বাস্তবায়ন করছেন ৷
উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন তার পরিষদ থেকে এ সড়কের ধারে বসার ব্যবস্থায় বেঞ্চ নির্মাণ করা হবে ৷ এখানে বেড়াতে আসা কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে ও পরিবেশ সুশৃংখল থাকে এর জন্য প্রতিদিন বিকেলে দু’জন গ্রাম পুলিশ সড়কটির উধুনিয়া অংশে টহলে থাকছে ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।