রাজবাড়ী বালিয়াকান্দিতে নবাবপুর ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশের পাটক্ষেত থেকে আজিম মোল্লা বাদল (১৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত বাদল উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ন মোল্লার ছেলে।
জানাযায়, রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টায় দিকে স্থানীয় জাহিদ খান ঘাস কাটার জন্য মাঠে গিয়ে মরদেহটি দেখে স্থানীয়দের জানালে তারা বালিয়াকান্দি থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশের দেহের বিভিন্ন স্থানে ক্ষত ও যৌনাঙ্গ কাটা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।
নিহত পরিবার সুত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বাইরে বের হয় কিন্তু রাতে বাড়িতে ফেরেনি। তবে সকালে একজন খবর দেয় তার লাশ পাশের মাঠে পরে আছে।
এদিকে থানা পুলিশ জানায় প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকান্ড মনে হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।