
নান্দাইল পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেটে ৩৭ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৮৪৭ টাকা ঘোষণা করেছেন পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া। প্রস্তাবিত বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি, ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার ৮৪৭ টাকা। তিনি ২০২১ - ২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করেন ৯ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৮৩ টাকা।
সোমবার (২৭ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর শাহীনূর রহমানের সঞ্চালনায় কাউন্সিলর খায়রুল ইসলাম মানিক, মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মো. ইসহাক মিয়া,সাবেক কাউন্সিলার আব্দুল কাদির প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় পৌর নির্বাহি কর্মকর্তা মো. মাহতাব হোসেন, নির্বাহি প্রকৌশলী শহীদুজ্জামান আকন্দ, সহকারী প্রকৌশলী মো. শাহ্ নূর রহমান, হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর, মূল বাজেট উপস্থাপনা করেন হিসাব রক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণের মধ্যে মোসা. শাহেরা খানম, মোসা.মুকুলা বেগম, মোসা. রোকেয়া খাতুন, হাবিউল্লাহ্, আহছান উল্লাহ, মোহাম্মদ
রফিকুজ্জামান, মো. শাহ্ আলম, গোলাম আহম্মদ খান, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho