Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ২৯ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

কেশবপুরে ৩ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি 

যশোর প্রতিনিধি
জুন ২৯, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গত তিন দিন ধরে নিখোঁজ নদী সরদার (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। গত সোমবার বিকেল এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি।
স্কুলছাত্র নদী সরদার যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের পাথরা গ্রামের মোহন সরদারের ছেলে।
নিখোঁজ স্কুলছাত্রের মামা সংবাদকর্মী সজিব জানান, গত সোমবার বাড়ি থেকে নদী সরদার তার বন্ধু ইয়াছিন (১২) সাথে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিনশেষে সন্ধ্যা নেমে আসে তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বন্ধু ইয়াছিন বাড়িতে ফিরলেও নদী বাড়িতে ফেরেনি।তার মা বাবা আত্মীয় স্বজনরা আত্মীয়দের বাড়িতে বা এলাকার বিভিন্ন বাড়িতে খোজাখুজি করে তার খোঁজ পাইনি।
নদী সরদার কেশবপুর উপজেলার বড়েঙ্গা সম্মেলন বিদ্যাপীট এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিশুটির পরনে ছিল গায়ে হলুদ গেঞ্জি, আর পরনে কালো ধরনের প্যান্ট,ও পায়ে কালো জুতা। এব্যাপারে যশোর কেশবপুর থানায় সাধারন জিডি করা হয়েছে।
তার মা রাধা সরদার শিশুটির সন্ধান লাভের জন্য ০১৮৭৬ ৬৪১৮৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।