Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণখোলায় পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর ঘর তোলার হিড়িক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের ওপর  অবৈধভাবে দোকানঘর তোলা ও বাঁধের জমি দখলে নেওয়ার হিড়িক পড়েছে। অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিষয়টি দেখেও না দেখার ভান করে চলেছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে বাঁধের পরিবেশ।
বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা ও মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণের কাজ চলমান । দীর্ঘ পাঁচ বছর ধরে চলা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ৩০ জুন শেষ হওয়ার কথা।যদিও ইসগেটসহ আরো কিছু কাজ করা এখনো বাকি রয়েছে।সম্প্রতি এক শ্রেণীর দখলদার প্রকৃতির মানুষ বলেশ্বর তীরে বেড়ি বাঁধের উপরে অবৈধভাবে দোকান ও বসতঘর নির্মাণ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর রায়েন্দা বাজার, রায়েন্দা ফেরী ঘাট সংলগ্ন এলাকা, জিলবুনিয়া,রাজেশ্বর,রায়েন্দা তাফাল বাড়ী,চালরায়েন্দা, উত্তর সাউথ খালী, দক্ষিণ সাউথখালী,গাবতলা, বগী, শরণখোলা, সোনাতলা, পানিরঘাট, রসুলপুর, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসাগর, বান্ধার হাট, পল্লী মঙ্গলসহ বিভিন্ন জায়গায় মানুষ ফ্রিষ্টাইলে দোকান ঘর নির্মাণ করছে। কেউ কেউ বসতঘর বানাচ্ছে।অনেকে ঘর করে ভাড়া দিচ্ছে। বাঁধের উপরে এভাবে ঘর বানানোয় এলাকাবাসীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বাঁধের উপর ঘর করায় নতুন তৈরী বাঁধক্ষতি গ্রস্থ হচ্ছে। অপরদিকে, রায়েন্দা বাজারের উত্তর পাশে একশ্রেণীর দোকানী বাধের জমিতে ঘেরাবেড়া দিয়ে জমি দখলে নিচ্ছে ফলে বাঁধের পাশে লাগানো চারা গাছ বিনষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুৃক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন,পানিউন্নয়ন বোর্ডের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে ঘর তোলার কাজে জড়িত রয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃনুর-ই আলম সিদ্দিকী বলেন, বাঁধের উপর ঘর নির্মাণের খবর পেয়ে রায়েন্দা ফেরীঘাট এলাকায় গিয়ে ঘরগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের ( সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃআশরাফুল আলম মুঠোফোনে বলেন, শরণখোলায় বেড়িবাঁধে ঘর নির্মাণের খবর তার জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃমাসুম বিল্লাহ মুঠো ফোনে বলেন, বর্তমানে শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধ দেখার দায়িত্ব সিইআইপি প্রকল্পের। লোকবল সংকটের কারণে তার দপ্তরের পক্ষ থেকে বেড়িবাঁধে তদারকি করা সম্ভব হচ্ছেনা বলে ঐ নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।