শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঈদকে ঘিরে  ব্যস্তসময় পার করছে কামার শিল্পীরা

ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে  ততই বৃদ্ধি পেয়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী বালিয়াকান্দির কামার শিল্পীরা ।
কোরবানির পশু জবাই চামড়া ছরানো মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সান দেয়া ও  তৈরিতে তাদের ব্যস্ততা বেরেছে বহুগুন।
পশু কোরবানির পর মাংস কাটে খাবারের উপযোগী করতে অন্যতম সরঞ্জাম ছুরি,চাপাতি,দা ও বোটি ইত্যাদি। সারা বছরই এসব জিনিসের চাহিদা থাকলেও কোরবানির ঈদকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুন।
তাই এখন জেলার বালিয়াকান্দি উপজেলার সপ্তাহিক বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, টুংটাং শব্দে মুখরিত কামারপারা। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন তারা। কুরবানিকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামার পট্টিতে।
স্থানীয় কামাররা জানান, বিদেশ থেকে আমদানি করা আধুনিক যন্ত্রপাতির কারনে, কৃষিকাজে কামারদের তৈরি পুরনো উপকরন এখন আর তেমন একটা ব্যবহার হয় না। একারনে কৃষি উপকরণ সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে জরিত কামরদের সারা বছর কাজ নেই বললেই চলে। তবে প্রতিবছর কোরবানি ঈদের আগে একমাস ব্যস্ত সময় পার করেন তারা।
বালিয়াকান্দির কামার, মাধব কুমার সরকার  জানান, দীর্ঘ ৩৫-৪০ বছর যাবৎ এই পেশার সঙ্গে জরিত আছি। বাপ-দাদার আমল থেকে এই কাজ করে আসছি।
প্রায় দশ বছর বয়স থেকে একাজ শুরু করি,বাবার পেশাকে আগলে রেখে একাজ করে যাচ্ছি। সাধারণত ধান কাটার মৌসুম ও কোরবানির সময় কাজের চাপ বেশি থাকে এবং তৈরি সরঞ্জাম বেশি বিক্রি হয়।
কানাবিলা গ্রামের আরএক কামার বলাই চন্দ্র মন্ডল বলেন,সরঞ্জাম তৈরির উপকরন কয়লার দাম বৃদ্ধি পেয়েছে। লোহার দামও বেড়ে যাওয়ায় ছুরি,চাপাটি,দা বটির দাম বেশি পড়ছে।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

ঈদকে ঘিরে  ব্যস্তসময় পার করছে কামার শিল্পীরা

প্রকাশের সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে  ততই বৃদ্ধি পেয়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী বালিয়াকান্দির কামার শিল্পীরা ।
কোরবানির পশু জবাই চামড়া ছরানো মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সান দেয়া ও  তৈরিতে তাদের ব্যস্ততা বেরেছে বহুগুন।
পশু কোরবানির পর মাংস কাটে খাবারের উপযোগী করতে অন্যতম সরঞ্জাম ছুরি,চাপাতি,দা ও বোটি ইত্যাদি। সারা বছরই এসব জিনিসের চাহিদা থাকলেও কোরবানির ঈদকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুন।
তাই এখন জেলার বালিয়াকান্দি উপজেলার সপ্তাহিক বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, টুংটাং শব্দে মুখরিত কামারপারা। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন তারা। কুরবানিকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামার পট্টিতে।
স্থানীয় কামাররা জানান, বিদেশ থেকে আমদানি করা আধুনিক যন্ত্রপাতির কারনে, কৃষিকাজে কামারদের তৈরি পুরনো উপকরন এখন আর তেমন একটা ব্যবহার হয় না। একারনে কৃষি উপকরণ সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে জরিত কামরদের সারা বছর কাজ নেই বললেই চলে। তবে প্রতিবছর কোরবানি ঈদের আগে একমাস ব্যস্ত সময় পার করেন তারা।
বালিয়াকান্দির কামার, মাধব কুমার সরকার  জানান, দীর্ঘ ৩৫-৪০ বছর যাবৎ এই পেশার সঙ্গে জরিত আছি। বাপ-দাদার আমল থেকে এই কাজ করে আসছি।
প্রায় দশ বছর বয়স থেকে একাজ শুরু করি,বাবার পেশাকে আগলে রেখে একাজ করে যাচ্ছি। সাধারণত ধান কাটার মৌসুম ও কোরবানির সময় কাজের চাপ বেশি থাকে এবং তৈরি সরঞ্জাম বেশি বিক্রি হয়।
কানাবিলা গ্রামের আরএক কামার বলাই চন্দ্র মন্ডল বলেন,সরঞ্জাম তৈরির উপকরন কয়লার দাম বৃদ্ধি পেয়েছে। লোহার দামও বেড়ে যাওয়ায় ছুরি,চাপাটি,দা বটির দাম বেশি পড়ছে।