প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২২, ৯:২৭ পি.এম
রাখে আল্লাহ মারে কে? মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো দুটো প্রাণ

রবিবার (৩ জুলাই) বিকালে যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে মর্মান্তিক ট্রাক দূর্ঘটনায় একেবারে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো মোটরসাইকেলের দুইজন আরোহী। আহত মোটরসাইকেল চালক মাসুদ পারভেজ (৪২) এর বাম পায়ের অবস্থা খুবই খারাপ, তার পায়ের পাতা আড়াআড়ি ভাবে দু-ভাগ হয়ে গেছে, অপর আহত গোলাম রাব্বি খান (২২) সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক সহ ট্রাক আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ডে বেনাপোল অভিমুখী একটি দ্রতগামী ট্রাক (খুলনা মেট্রো ট - ১১- ২২১৬) মোটরসাইকেল ওভারটেকের চেষ্টা করে। এসময় মোটরসাইকেলের হাতল ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুইজনই দূরে ছিটকে পড়ে এবং মোটরসাইকেলটি ট্রাকের নীচে পড়ে। ট্রাকের চালক শফিকুল ইসলাম (২২) দূর্ঘটনা আঁচ করতে পেরে দ্রুত গতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।মোটরসাইকেলটি ট্রাকের চাকার নীচে পড়ে প্রায় ২০/৩০ ফুট টেনে নিয়ে যায় ফলে সেটি চিড়েচ্যাপ্টা হয়ে ট্রাকের চাকায় আটকে যায়। উপস্থিত জনতা ট্রাকচালক সহ ট্রাক আটক করে রেখে পুলিশকে খবর দিলে তারা এসে ঘাতক ট্রাক এবং ড্রাইভারকে থানায় নিয়ে যায়।
আটক ট্রাকচালক বরিশালের আগৈলঝড়ার আশরাফ পাইকের ছেলে। আহত মোটরসাইকেল চালক ঝিকরগাছার দোষোতিনা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মাসুদ পারভেজ (৪৮) এর বাম পায়ের অবস্থা খুবই খারাপ। তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আরোহী কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামের আব্দুস সবুর খানের ছেলে গোলাম রাব্বি খান (২২) সামান্য আহত হয়েছেন।
সন্ধ্যায় নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মঞ্জরুল আলম বলেন- ট্রাকসহ চালক আটক আছেন, তবে মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho