রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মধ্যে এক ব্যক্তির গায়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, উপস্থিত মানুষ ধারণা করছে নিজের গায়ে ওই ব্যক্তি নিজেই আগুন দিয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকাল ৫ টা ৯ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আগুন লাগার পর ঘটনাস্থলে উপস্থিত মানুষ আগুন নিভানোর চেষ্টা করে। দেখা গেছে এ সময় উপস্থিত এক ব্যক্তি তার গায়ে পানি ঢেলে দিয়ে আগুন নিভিয়ে দেয়।
প্রেসক্লাবে ডিউটিরত টিআই বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে শাহবাগ থানা পুলিশ ভালো বলতে পারবেন।
তিনি বলেন, কি কারণে ওই ব্যক্তির গায়ে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন লাগার পর সে কথা বলতে পারেনি এজন্য তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাবে ডিউটিরত পুলিশ কনস্টেবল হাসান বলেন, আমি বাইরে ছিলাম শুনলাম প্রেসক্লাবে এক ব্যক্তির গায়ে আগুন লেগেছে। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে।