ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ জুলাই) আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। পরে আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আমি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে গত বছরও এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।