পাবনা আমিনপুর থানার কাজিরহাট এলাকায় গরু বিক্রির ৯০ হাজার টাকা জুয়ারু স্বামীকে না দেওয়ায় সাবিনা নামের এক গৃহবধুকে নির্মমভাবে হত্যা করলো পাষণ্ড স্বামী।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গরু বিক্রির ৯০ হাজার টাকা জুয়া খেলার জন্য চাইলে গৃহবধু দিতে অস্বিকার করে। এ নিয়ে স্বামী শিপন এবং ওই গৃহবধূর মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে গতকাল ৪ই জুলাই সোমবার রাতে পাষণ্ড শিপন অভিনয়ের ছলে জুসের সাথে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। রাত গভীর হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার পর পেট কেটে বাড়ির পাশে পানিতে ফেলে দেয়।
সন্দেহজনকভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শিপনকে আটক করে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিভাবে নিজের স্ত্রীকে খুন করেছে,পুলিশের কাছে সেই লোমহর্ষক খুনের বর্ণনা দেন পাষণ্ড স্বামী।
পুলিশ সেই ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলের মর্গে প্রেরণ করেন।
এদিকে ঘাতক শিপন এর উপযুক্ত বিচার দাবি করেছেন নিহত সাবিনার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।