প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ১১:৪১ পি.এম
গরু বিক্রির টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা

পাবনা আমিনপুর থানার কাজিরহাট এলাকায় গরু বিক্রির ৯০ হাজার টাকা জুয়ারু স্বামীকে না দেওয়ায় সাবিনা নামের এক গৃহবধুকে নির্মমভাবে হত্যা করলো পাষণ্ড স্বামী।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গরু বিক্রির ৯০ হাজার টাকা জুয়া খেলার জন্য চাইলে গৃহবধু দিতে অস্বিকার করে। এ নিয়ে স্বামী শিপন এবং ওই গৃহবধূর মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে গতকাল ৪ই জুলাই সোমবার রাতে পাষণ্ড শিপন অভিনয়ের ছলে জুসের সাথে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। রাত গভীর হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার পর পেট কেটে বাড়ির পাশে পানিতে ফেলে দেয়।
সন্দেহজনকভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শিপনকে আটক করে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিভাবে নিজের স্ত্রীকে খুন করেছে,পুলিশের কাছে সেই লোমহর্ষক খুনের বর্ণনা দেন পাষণ্ড স্বামী।
পুলিশ সেই ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলের মর্গে প্রেরণ করেন।
এদিকে ঘাতক শিপন এর উপযুক্ত বিচার দাবি করেছেন নিহত সাবিনার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho