Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ৬ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ভোমরা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

আড়াই মাস বন্ধ থাকার পর ফের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে এই বন্দর দিয়ে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে আমদানি করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের এখনও প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন।

ভোমরা স্থলবন্দরের একাধিক পেঁয়াজ আমদানিকারকরা জানান, প্রায় আড়াই মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের বাজারে এসব পেঁয়াজ পৌঁছে গেছে। দামও কমতে শুরু করেছে।

এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান জানান, সোমবার (৪ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার (৫ জুলাই) রাত পর্যন্ত স্থলবন্দরের হিসাব অনুযায়ী ৬৬টি ট্রাকে ১ হাজার ৫৮৭ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়। এর আগের দিন রবিবার আমদানি করা হয় ৯৬ মেট্রিক টন পেঁয়াজ।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে ৭০টি ট্রাকে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এখনও ৫০-৬০ ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত সীমান্তে অবস্থান করছে। যেকোনো সময় ওই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করবে।

এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দুই-একদিনের মধ্যে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।