জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বাট্টাজোড় ইউনিয়নে অবৈধ চায়না রিংজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও চায়না রিংজাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৫ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা। আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান রহমান জুয়েল তালুকদার ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।