সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আনসার ও ভিডিপি এর আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ২০২২ অনুষ্ঠিত। আজ ৬ জুলাই রোজ বুধবার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আবুল কাশেম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হারুনুর রশিদ এবং প্রশিক্ষিকা মোছাঃ সাহেরা খাতুন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা দলনেত্রীগণ বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আবুল কাশেম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে একযোগে বৃক্ষ রোপন অভিযান ২০২২ পালন করছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হচ্ছে ।
এসময় তিনি আরো বলেন,”গাছ লাগান পরিবেশ বাঁচান ” গাছ আমাদের প্রকৃত বন্ধু।তাই সবাইকে বেশি বেশি করে গাছ রোপণ করার আহ্বান জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।