Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ৬ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

উল্লাপাড়ায় বড়হর ব্রীজ বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে বড়হর ব্রীজ ৷ সব দূভোর্গের হবে অবসান ৷ আন্তঃ উপজেলা ও জেলা সদরের মাঝে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷ ফুলঝোড় নদীর ওপর নির্মিত বড়হর ব্রীজটি চালুর আর বেশী দিন দেরী নেই ৷ এদিকে পুরো ব্রীজ জুড়ে বসানো সোলার স্ট্রীট লাইটে রাতের বেলায় অপরূপ সাজে সেজে থাকছে বড়হর ব্রীজ এলাকা ৷
উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর বাজারের কাছেই এলজিইডি থেকে ফুলঝোড় নদীর ওপর ওপর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২শ ৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানা গেছে ৷
বিগত ২০১৮ সালের ২১ আগষ্ট সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ৷
সরেজমিনে গিয়ে দেখা গেছে এখন ব্রীজটির দু’পাশ সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে ৷ পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷
বড়হর ব্রীজটি চালু হলে কামারখন্দ উপজেলা হয়ে জেলা সদরের সাথে সড়ক পথে সহজ , কম সময়ে কম পথের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷
এলাকার অনেকেরই কথায় বড়হর ব্রীজটি এমপি তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় নির্মাণ হয়েছে ৷ তার প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলা উন্নয়নে আরো এগুচ্ছে ৷
উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন এখন সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে ৷ তার বিভাগ থেকে রাতের বেলায় চলাচলের সুবিধায় পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।