Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ৬ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

পদ্মায় জেলের জালে ১৭কেজি ওজনের সিলভার, বিক্রি ১৪ হাজার টাকা  

রাজবাড়ী প্রতিনিধি।।
জুলাই ৬, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে আনিস হলদারের জালে ধরা পড়লো বিশাল এক সিলভার কাপ মাছ। মাছটির ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১৪হাজার  টাকা।
বুধবার (০৬ জুলাই)  ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে  আনিস হলদারের জালে মাছটি ধরা পড়লে  ৬ নং ফেরি ঘাটের মাথায় দুলাল মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় চাঁদনী আরিফা মৎস্য  আড়ৎতের মালিক চাঁন্দু মোল্লা মাছটি ৭শত টাকা কেজি দরে মোট ১২ হাজার ২শত ৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় মাছটি এক নজর দেখার  জন্য উৎসুক জনতার ভির জমায়।
পরে মাছটি ৮ শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায়  ঢাকার এক ব্যাবসায়ীর নিটক বিক্রি করেন।
এ বিষয় উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, সিলভার কাপ মাছ সাধারন পুকুরে বেশি চাষ হয়ে থাকে। এবার বর্ষাতে বিভিন্ন এলাকা পুকুর ভেসে যাওয়াতে এই মাছ গুলো নদীতে চলে আসছে সে কারনে জেলেদের জালে ধরা পড়ছে। এত বড় সিলভার কাপ মাছ খেতে খুবী সুস্বাদু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।