Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ ২২ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
জুলাই ৭, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ মালির ২২ অভিবাসীর প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) জাতিসংঘ ও মালি সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির

মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নয় দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

আইওএমের মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। মাসেলি আরও জানান, বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুবই দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।
তিনি বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্ভূত ক্ষুধা, সংকট, দারিদ্র্য, সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের ইউরোপে পৌঁছানোর চেষ্টাকে বাড়াতে পারে বলে উদ্বেগ রয়েছে। আর এরই মধ্যে সর্বশেষ বিপর্যয়ের ঘটনাটি সামনে এলো।
 
গত সপ্তাহে প্রায় দুই হাজার মানুষ উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় ঢোকার চেষ্টা করলে ২৩ জনের মৃত্যু হয়। যুদ্ধের পাশাপাশি বিশ্লেষকরা কোভিড-১৯ মহামারির প্রভাবকেও একটি চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।