Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি-মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৭, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বেৃ অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর আলম সিদ্দিকী। বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শিক্ষক নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, উপজেলার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মুনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, তপু বিশ্বাস, যুবদলের আহবায়ক ইব্রাহীম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল জাতি, ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করে। সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় একটি চক্র সেই শান্তি বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছে। ওই সব কুচক্রিদের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।